গাভী গর্ভবতী হওয়ার বাষিক লক্ষণ

445
১/প্রজননের (২৪-৪৮) ঘন্টার মধ্যে গাভী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
২/প্রজনেন ৩-৪সপ্তাহের মধ্যে গাভী ডাকে আসবেনা।
৩/গাভী ধীরে ধীরে শান্ত হয়ে আসবে।
৪/গাভীর ষাড়ের কাছে থাকতে চায়না, ষাড় ও গাভীর কাছে আসতে চায়না।
৫/গাভীর শরীরে ধীরে ধীরে চর্বি জমতে থাকে।
৬/পেট বড় হতে থাকে এবং কমন নিচের দিকে দেবে যেতে থাকে।
৭/দুধালো গাভীর দুধ ধীরে ধীরে কমতে থাকবে।
৮/দুবলা ঘাসের উপর দুই থেকে তিন দিন একই জায়গায় প্রসাব করলে দূর্বাঘাসের রং হলুদ হয়ে যাবে।
৯/গাভী ধীরে ধীরে শান্ত হয়ে আসবে।
১০/পাঁচ মাস পরে গাভীর পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া বুঝা যাবে
১১/ওড়ান কমশয় বড় হতে থাকবে এবং বাট নরম ও চকচকে দেখা যাবে।
১২/বাত ধরে টানলে কলার কোষ এর মত
আঠালো পদার্থ বের হতে থাকবে।
১৩/যৌন দার দিয়ে খয়েরি রং এর নিউ কার্স ভাঙবে।
ফার্মসএন্ডফার্মার/০৩জানুয়ারি২০২১