গাভীর সুষম দানাদার খাদ্য তৈরিতে করণীয় সম্পর্কে জানা অতি জরুরী। আমাদের দেশে গাভী পালন একটি লাভজনক পেশা। গাভী পালন করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হচ্ছেন। গাভী পালনে লাভবান হতে চাইলে গাভীর খাদ্য তালিকা সম্পর্কে জানা দরকার। আসুন জেনে নেই গাভীর সুষম দানাদার খাদ্য তৈরিতে করণীয় সম্পর্কে-
সুষম দানাদার খাদ্য তৈরিতে করণীয়: নিচের খাদ্য তালিকা অনুযায়ী দানাদার খাদ্যের মিশ্রণ তৈরী করে গাভীকে খাদ্য হিসাবে সরবরাহ করলে আশানুরূপ দুধ উৎপাদনে সফলতা পাওয়া যায়। এই ধরণের খাদ্য তালিকাকে টোটাল মিক্সড রেশণ বলা হয়।
প্রথম খাদ্য তালিকা:
খেসারীর ভূষি ১২ কেজি
গম বা ভুট্টা ভাংগা ২৫ কেজি
গমের ভুষি ২০ কেজি
চালের মিহি কুরা ২০ কেজি
তিলের/সরিষার খৈল ৮ কেজি
মোট ১০০ কেজি দানাদার খাদ্যের মিশ্রণ
সয়াবিনের খৈল ১৫ কেজি
দ্বিতীয় খাদ্য তালিকা:
গমের ভূষি ১৫কেজি
ছোলা বা মটরের ভুষি ১০ কেজি
যে কোন ডাল ভাংগা ১০ কেজি
তিল/সরিষার খৈল ১০ কেজি
মশুরের ভুষি ১০ কেজি
গম ভাংগা বা গুড়া ২৫ কেজি
চালের কুরা ২০ কেজি
তাছাড়াও প্রতিটি খাদ্য তালিকার মিশ্রণের সাথে ১.৫ কেজি ডিসিপি যোগ করতে হবে । গাভী প্রতি ১০০ থেকে ১৫০ গ্রাম চিঁটাগুর দিতে পারলে গাভীর খাবার গ্রহণ সন্তোষজনক থাকবে এবং গাভীর খাদ্য হজমে সহায়তা করবে।
ফার্মসএন্ডফার্মার/১৪জানু২০২০