প্রথম হিট যদি জোরালো না হয়,মিউকাস কম বের হলে, বা না বের হলে গাভীকে প্রজনন করাবেন না,পরিমান মত কৃমির ঔষধ খাইয়ে দিন,দানাদার ও কাঁচাঘাস পরিমান মত সরবরাহ করুন, পরবর্তী ১৮-২২ দিন পর আবার হিটে আসলে তখন প্রজনন করাবেন,
গাভী হিটে আসলে ১২-১৮ ঘন্টার মধ্যে বীজ দিবেন,
হিমায়ীত বীজ দ্বারা প্রজনন করাবেন,হিমায়ীত বীজে কনসিভ হার বেশি,
অভিজ্ঞ এ আই কর্মী দ্বারা প্রজনন করাবেন,
প্রজননের ২৪ ঘন্টা পরেও গাভী যদি বেশি উত্তেজিত থাকে তাহলে গাভীকে আরেক বার প্রজনন করাতে পারবেন,
এ আই কর্মী থেকে প্রজনন কার্ড বুঝে নিবেন,
রেজিষ্টারে প্রজননের তারিখ লিখে রাখবেন,
বীজ দেয়ার পর গাভী আগের মতই খাদ্য গ্রহন করতে পারবে, শুতে পারবে।
ফার্মসএন্ডফার্মার/৩১অক্টোবর২০