গাভী বকনা কে সিমেন/পাল দিলে কি করে বুঝবেন আপনার গাভীটি বা বকনাটি গর্ভ ধারণ করছে?

617

গাভী_বকনা কে সিমেন/পাল দিলে কি করে বুঝবেন আপনার গাভীটি বা বকনাটি গর্ভ ধারণ করছে???
একটি গাভী বা বকনা গর্ভ হওয়ার কিছু লক্ষণ আছে তা হল.

#সিমেন/পাল দেওয়ার পর ২৪_৪৮ ঘন্টার মধ্যে ডাকাডাকি বা লাফালাফি বন্ধ করে স্বাভাবিক অবস্থানে চলে আসবে।

#গাভী/বকনাটি কে সিমেন/পাল দেওয়ার ১_৩ ঘন্টার মধ্যে খাবার খাবে ও আস্তে আস্তে শান্ত হতে থাকবে।

#সিমেন বা পাল দেওয়ার ২১ দিন বা ৩০ দিনের মধ্য আর হিটে আসবে না।

#সময় যতই চলে যাবে সাথে সাথে পশুর স্বাস্থ্য উন্নতি হতে থাকবে ও পশুর শরীলে চর্বি জমতে দেখা যায়।

#সিমেন বা পাল দেওয়ার ৬০ দিন অতিবাহিত হলেই মল ভাঙ্গলে তা হলুদ বর্ণের মতো হবে।

#সিমেন বা পাল দেওয়ার ৬০+ দিন হলে দেখা যায় গাভী ও ষাঁড় কেউ কারো কাছাকাছি থাকতে চায় না।

#নব্বই দিন বা তিনমাস হলে দক্ষ এ. আই. কর্মী দ্বারা চেক করে নিশ্চিত হওয়া সম্ভব।

#পশুর ৫_৭ মাস হলে এরই মধ্যে পেটে বাচ্চা নড়াচড়া করতে দেখা যায় তা স্পষ্ট বুঝা যাবে।

#পশুর পেট স্বাভাবিক এর চেয়ে বড় হতে থাকবে।

#গাভী হলে গর্ভের দিন বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই দুধ প্রোডাকশন কমতে থাকবে।

#পশুর ৫_৬ মাস হলেই কোমড় টা ঝুলে যাবে নিচের দিকে ও হাটা ছড়াতে কেমন পরিবর্তন পরিবর্তন বুঝা যাবে।

#পশুর ৬_৭ মাস হলেই দেখা যাবে প্রসাবের রাস্তা অধিকাংশ সময়ই লাল বর্ণের মতো দেখা যাবে।

#পশুর ওলান আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যাবে ও ওলান বড় হতে থাকবে।শুইলে উঠতে কষ্ট হবে ইত্যাদি।

একটি গাভী বা বকনা গর্ভবতী হওয়ার সাধারণ কিছু নমুনা।
এখানে আমার দেখা বাস্তব অভিজ্ঞতা টুকু শেয়ার করলাম, কারো সাথে মিলতে না ও পারে।

লেখক: মো আজমত আলী