গামবোরোর ভ্যাকসিন সঠিক সময়ের আগে ও পরে করলে যে সমস্যা হতে পারে

359

আগে ভ্যাকসিন করার সমস্যা

প্রতিটি বাচ্চা তার মায়ের থেকে রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবডি পেয়ে থাকে।এর লেভেল যতদিন বেশী থাকে ততদিন বাচ্চা সুরক্ষিত থাকে।
বাচ্চা জন্মের প্রথম ৪ দিন এই লেভেল উচ্চ ও স্থির থাকে কিন্তু পরবর্তিতে বাচ্চার মেটাবলিজম ও ওজন বৃদ্ধির কারনে এই লেভেল কমতে থাকে।যা এক সপ্তাহের মাঝে মুরগীকে Field infection এর জন্য susceptible করে তোলে।

এখন যদি কোন খামারী আগে অর্থাৎ MDA লেভেল বেশী থাকা অবস্থায় গামবোরো লাইভ ভ্যাকসিন করে তবে অ্যন্টিজেন-অ্যন্টিবডির strong reaction হবে। ফলে উচ্চ লেভেলের MDA, ভ্যাকসিনের অ্যন্টিজেনকে নিউট্রিলাইজড করে দিবে।

যার ফলে যে ভ্যাকসিন করা হলো তা পরবর্তিতে কোন অ্যন্টিবডি তৈরী করতে পারবেনা ফলে অ্যন্টিবডি লেভেল কমে যাওয়ার কারনে মুরগীর গামবোরো রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়।
পরে ভ্যাকসিন করার সমস্যাঃ

অপরদিকে যদি প্রথম গামবোরো ভ্যাকসিনটা দিতে দেরি হয় তবে MDA লেভেল কমে যাওয়ার কারনেও মুরগী Field infection এর প্রতি Susceptible হয়ে যায়।

ভ্যাকসিন করার সঠিক সময়
সাধারনত গামবোরোর প্রথম ভ্যাকসিনটা ১১-১২ তম দিনের মধ্যেই করা উচিৎ।

ফার্মসএন্ডফার্মার/১৩ফেব্রুয়ারি২০২১