গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

296

কৃষক সমাবেশ

উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ মে) দুপুরে কাশিয়ানী উপজেলার জোনাশুর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কিংকর চন্দ্র দাস।

গোপালগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক সমীর কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, কাশিয়ানী হর্টিকালচারের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হরলাল মধু, কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা রসময় মন্ডল ও মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

পরে কর্মকর্তারা কৃষকদের নিয়ে সরেজমিনে বেশ কয়েকটি ফলবাগান পরিদর্শন করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন