মাহবুব হোসেন সারমাত,গোপালগঞ্জ: গোপালগঞ্জে শেষ মুহুর্তে গরুর হাট জমে উঠেছে। জেলার ৫০টি গরুর হাটে প্রচুর দেশি গরুর আমদানী হয়েছে। হাট থেকে গরু কিনে নিতে ক্রেতা বিক্রেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আজ শনিবার সকাল থেকেই গরুর হাটে জমজমাট। এ হাটে শুক্রবারের তুলনায় শনিবার বেশি গরুর আমদানী হয়েছে। সেই সাথে ক্রেতার সমাগমও বেড়েছে।
হাট গুলোতে দেশি মাঝারি গরুর চাহিদাই সবেচেয়ে বেশি। দামও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। হাটে ইন্ডিয়ান গরুর আমদানী নেই। তাই গরু বিক্রেতারা শেষ পর্যন্ত লাভের মুখ দেখবেন বলে আশা করছেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/জাকির