গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

530

প্রধানমন্ত্রী

গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রস্তাবে মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী অনুস্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মন্ট্রিল প্রটোকলের কিগালি সংশোধনী বাস্তবায়িত হলে জলবায়ুবান্ধব ও বিদু্যৎ সাশ্রয়ী প্রযুক্তি প্রসার ঘটবে। ফলে উলেস্নখযোগ্য পরিমাণ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস পাবে, যা প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি জানান, ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। বর্তমানে পৃথিবীর সব দেশ মন্ট্রিল প্রটোকলে অনুস্বাক্ষর করায় এটি ইউনিভার্সেল রেটিফায়েড প্রটোকলের মর্যাদা লাভ করেছে। ২০১৬ সালে রুয়ান্ডার কিগলিতে মন্ট্রিল প্রটোকলের ২৮তম সভায় শক্তিশালী গ্রিন হাউস গ্যাস-এইচএফসির ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনার লক্ষ্যে মন্ট্রিল প্রটোকল সংশোধিত হয়। সংশোধনটি বাস্তবায়িত হলে এ শতাব্দীর শেষে

গড় তাপমাত্রা বৃদ্ধি প্রায় ০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড কমানো সম্ভব হবে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির প্রায় ২৫ শতাংশ বাস্তবায়ন সম্ভব হবে।

সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য হলো- শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যেমন এইচএসসি-এর ব্যবহার হ্রাস করা; এইচএফসিগুলোর বৈশ্বিক উষ্ণায়ন ক্ষমতার মানমাত্রা প্রটোকলে যুক্ত করা হয়েছে; এইচএফসির ব্যবহার, আমদানি, রপ্তানি, উৎপাদন ইত্যাদির মান কার্বন-ডাই-অক্সাইডের মানে নির্ধারিত হবে; ভিত্তিস্তর কোনো নির্দিষ্ট কয়েক বছরের এইচএফসি ও এইচসিএফসি উভয় ধরনের এবং দ্রব্য ব্যবহারের ভিত্তিতে নির্ধারিত হবে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ