চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের মতবিনিময় সভা আগামীকাল (০৪ মে)

365

ফার্মস এ্যান্ড ফার্মার ২৪. কম ডেক্স: চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ভোক্তাদের মতবিনিময় সভা আগামীকাল (০৪ মে ) অনুষ্ঠিত হবে।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার স্থিতিশীল রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করার লক্ষে চট্টগ্রামের আমদানিকারক, পাইকারি ও খুচরা বিক্রেতা, রাইসমিল মালিক ও বিক্রেতা, বাজার সমিতি, সুপারমল মালিক সমিতি, কাপড় ওপোশাক বিক্রেতা, হোটেল রেস্তোরা মালিক সমিতি, আড়তদার, চেম্বার ও ট্রেড বড়ির নেতা, ক্যাব নেতা, সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে করণীয় নিয়ে জনগুরুত্বপূর্ণ এ সভায় অংশগ্রহণের জন্য আগামীকাল (০৪ এপ্রিল)  বেলা ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কোর্ট বিল্ডিং)  সংশ্লিষ্ট সকলকে  উপস্থিত হবার জন্য চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার ও ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ‘প্রেস বিজ্ঞপ্তি’