চট্টগ্রামের পশুর হাটে থাকছে মেডিকেল টিম

325

পশুর-হাটে431

চট্টগ্রামে কোরবানের পশুর চাহিদার অধিকাংশ যোগান দেবে খামারীরা। ফলে গরু নিয়ে কোন সংকট নেই বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ বিভাগ।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেয়াজুল হক। সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন, ক্যাব সভাপতি নাজের হোসাইন বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে এবার কোরবানের পশুর চাহিদা ৭ লাখ ২০ হাজার পশু। এর মধ্যে স্হানীয়ভাবে উৎপাদন করা হয়েছে ৬ লাখ ১০ হাজার ২১৯টি। গত বছর কোরবানির পশু জবাই করা হয়েছে প্রায় ৬ লাখ ৫৫ হাজার ৪০০।

জেলা ও মহানগর জুড়ে প্রায় ৪ হাজার খামারে এসব পশু উৎপাদন ও হৃষ্টপুষ্ট করে তৈরি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আরো ২ লাখ পশু চট্টগ্রামের স্হায়ী ও অস্হায়ী ২৩০টি পশুরহাটে পৌঁছেছে। তাই এবারো পশুর কোন সংকট নেই বলে জানানো হয়। এসব পশুরহাটগুলোতে ৭১টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে জানায় জেলা প্রাণিসম্পদ বিভাগ।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন