চট্টগ্রামে ক্যাব’র থানা কমিটির অপারেশনাল গাইডলাইন প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

303

সামনে

চট্টগ্রামে ক্যাব’র পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে থানা কমিটির অপারেশনাল গাইডলাইন প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মার্চ) নগরীর চান্দগাঁওস্থ এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে ক্যাব পাঁচলাইশ থানা কমিটির অপারেশনাল গাইড লাইন প্রণয়ন শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউকে এইড, বৃটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের সহযোগিতায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

সহায়ক ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মশিউর রহমান।

ক্যাব নেতারা কর্মশালায় বলেন, দেশের ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভোক্তাদের প্রতিনিধিত্ব করার কথা ক্যাব, আর ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করার কথা এফবিসিসিআই ও ওষুধ শিল্প সমিতি। কিন্তু খোদ সরকারি সেবা সংস্থাগুলি ভোক্তা সংরক্ষন আইন ’০৯ মানছে না, সরকারি সেবা সংস্থাগুলি বিশেষ করে ওয়াসা, কর্নফুলী গ্যাস লিমিটেড, বিভিন্ন বিদ্যুৎ কোম্পানী, আঞ্চলিক সড়ক পরিবহন কমিটি, রেলওয়ে, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গুলিতে ভোক্তাদের প্রতিনিধি হিসাবে ক্যাব এর প্রতিনিধির বদলে এমন কিছু লোকজনকে মনোনয়ন প্রদান করছে যারা সত্যিকার অর্থে ভোক্তাদের প্রতিনিধিত্ব করে না।

তারা আরো বলেন, সরকারি সেবা সংস্থাগুলিতে ভোক্তাদের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে ভোক্তাদের প্রতি সুবিচার করা হবে না, দেশের ভোক্তারা এসমস্ত সরকারী সেবা সংস্থাগুলি থেকে গুনগত সেবা পাবার পথ সুদুর পরাহত হবে। সেবা সংস্থাগুলি জনগনের সেবা প্রদানের চেয়ে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের সেবায় বেশী মনযোগী হবে। যার সর্বশেষ পরিনতি হবে সেবা সংস্থাগুলি দুর্নীতি, অনিয়মের কেন্দ্রবিন্ধুতে পরিণত হবে। সরকারের ব্যবসায়ী তোষণণীতির কারণে যারা প্রথমেই ক্ষতিগ্রস্ত হন, তারা হলেন ভোক্তারা। আর দেশে সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠায় ভোক্তাদের প্রতিনিধিত্বের পাশাপাশি ভোক্তা অধিকার লংঘন, হয়রানি ও ভোগান্তি লাগবে স্থানীয় প্রশাসন অগ্রাধিকার ভাবে বিষয়গুলোর প্রতি মনযোগী হওয়া ছাড়া বিকল্প নাই।

ভেতরের-পাতায়

আলোচনায় অংশ নেন ক্যাব চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি হাজী ইকবাল আলী আকবর, ক্যাব পাঁচলাইশ কমিটির সহ-সভাপতি সায়মা হক, ক্যাব নেতা আবুল কাসেম, শাহীন চৌধুরী, আনোয়ার হোসেন, সেলিম জাহাঙ্গীর, সেলিম সাজ্জআদ, জহুরুল ইসলাম, মুক্তা শেখ মুক্তি, মোনায়েম বাপ্পি, সাংবাদিক আল রহমান, এম এ হোসাইন, সোহেল মার্মা প্রমুখ।

কর্মশালায় দেশের ভোক্তাদের মাঝে সচেতনতা সৃষ্ঠি ও শিক্ষায় আরো সরকারি-বেসরকারি উদ্যোগের দাবি করে ভোক্তা সংরক্ষণ আইন বিষয়ে মাধ্যমিক স্তরের পাঠক্রমে বিষয়গুলো অর্ন্তভুক্ত করা, ভোক্তা সংগঠনগুলিকে আরো পৃষ্ঠপোষকতা বাড়ানো, ভোক্তা অধিকার লংগনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিকারে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি যথাযথ উদ্যোগ না হলে ভোক্তাদের প্রতি অবহেলার ইতি টানা সম্ভব নয় বলে মত প্রকাশ করা হয়।

কর্মশালায় থানা পর্যায়ে ভোক্তা অধিকার আন্দোলন জোরদার করার জন্য করনীয়, ক্যাব থানা কমিটির করনীয় নিয়ে বেশ কিছু সুপারিশমালা উপস্থাপন করা হয়।

  1. শেষ হয়ে গেল আহকাব’র ৪র্থ ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন