আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “নিরাপদ মানসম্মত পণ্য”। চট্টগ্রামে দিবসটি পালনের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা শাখা সংগঠন সমুহের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসুচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনী ইত্যাদি।
চট্টগ্রামে দিবসটি উযদাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসন ও ক্যাব চট্টগ্রামের যৌথ উদ্যোগে আগামী ১৫ মার্চ সকাল ৯টায় স্থানীয় সার্কিট হাজউ চত্বর থেকে র্যালি শুরু হয়ে সকাল ১০টায় সার্কিট হাজউ সম্মেলন কক্ষে “নিরাপদ মানসম্মত পণ্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) খোন্দকার গোলাম ফারুখ, বিপিএম, পিপিএম, ক্যাব, কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক প্রিয়াংকা দত্ত।
বিশ্ব ভোক্তা অধিকার দিবসের কর্মসুচিতে যোগদান করে সফল করার জন্য সকল ভোক্তা, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, শিল্প মালিক, তরুন সমাজ, নারী ও মানবাধিকার কর্মী, অনলাইনে যুক্ত ব্যবসায়ী ও ক্রেতা-ভোক্তাসহ সকলের প্রতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক (জেলা) মুহাম্মদ হাসানুজ্জমান, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ দাস, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ আবদুল মান্নান, ক্যাব চট্টগ্রাম সভাপতি জেসমিন সুলতানা পারু, মহানগর সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব শাহাদত হোসেন প্রমুখ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন