চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ২৬টি অজগরের বাচ্চার জন্ম

1233

সাপ

চট্টগ্রাম : দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ২৬টি অজগর বাচ্চার জন্ম হয়েছে।

বৃহস্পতিবার অজগরের ডিম ফুটে ২৬টি বাচ্চা বেরিয়ে আসে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, চিড়িয়াখানায় সাপের খাঁচায় মোট ২০টি অজগর আছে। তারা ৩৫টি ডিম পাড়লে তা সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে ৬০ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রাখা হয়। এরমধ্যে নয়টি ডিম নষ্ট হলেও ২৬টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, সাপের ছানাগুলো ইনকিউবিটরে রাখা হয়েছে। ১৫ দিন পর তারা চামড়া বদল করবে। তিন মাস পর্যবেক্ষণে রাখার পর এসব সাপ প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে।

তিনি বলেন, আমি যতটুকু জানি, দেশে কোন চিড়িয়াখানায় এভাবে সাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করা হয়নি। অজগরের ডিম থেকে কৃত্রিম উপায়ে আমরাই প্রথম বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি।

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা (নির্বাহী) কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এই সাপগুলো ৩ মাস পরে প্রাকৃতিক অভয়ারণ্যে কিংবা ইকোপার্কে ছেড়ে দেয়া হবে।

চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান নয়, বরং শিক্ষা এবং গবেষণা নিয়েও কাজ করে বলে জানান তিনি।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন