চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠিত

169

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সিন্ডিকেটের ৫৪তম অধিবেশন আজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে সিন্ডিকেট সদস্যদের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সিন্ডিকেট অধিবেশনে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান, প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম. এ. সালাম, সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. আশরাফ আলি বিশ^াস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. এসকেএম আজিজুল ইসলাম, মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেল্থ বিভাগের প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ^াস, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান। অধিবেশনে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মীর্জা ফারুক ইমাম এবং তাকে সহায়তা করেন উপরেজিস্ট্রার জনাব নাসির আহমদ।