চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

380

DSC_NEWS1332

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. মো. রায়হান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী ইউনিয়ন নেতারা।

বঙ্গবন্ধু ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রফেসর ডা. মো. রায়হান ফারুক শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ, বীর মুক্তিযোদ্ধা এম.এ. হান্নান হলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন