চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু

354

DSC_we1420

বাংলাদেশ সুইডেন কলাবরেটিভ প্রজেক্ট ‘সেক্সুয়াল সিলেকশন এ- অ্যাডাপটেশন ডিউরিং অ্যাভিয়ান ডমেস্টিকেশন ইন বাংলাদেশ: কমপ্যারেটিভ জেনোমিক্স অব ওয়াইল্ড রেড জাংগল ফাউল এ- ইনডিজেনাস ডমেস্টিক চিকেন’ এর ওপর উক্ত কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. মো. রায়হান ফারুক।

বাংলাদেশ সুইডেন কলাবরেটিভ প্রজেক্ট এর সিভাসু কাউন্টারপার্ট প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুইডেনের লিংকোপিং ইউনির্ভাসিটির শিক্ষক ড. ডমিনিক রাইট (Dr. Dominic Wright) এবং ড. ম্যানুয়েল অ্যালভারেগ রদ্রিগেজ (Dr. Manuel Alverag Rodrigez), চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মাওলা, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, বহিরাঙ্গণ পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দীন, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরী, ভেটেরিনারি ক্লিনিক্স এর পরিচালক প্রফসর ড. ভজন চন্দ্র দাস, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ ও রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রধান ডা. ওমর ফারুক মিয়াজী।

বাংলাদেশ সুইডেন কলাবরেটিভ প্রজেক্টের মূল উদ্দেশ্য সম্পর্কে প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান বলেন, “ওয়াইল্ড রেড জাংগল ফাউল (Wild Red Jungle Fowl) থেকে সকল গৃহপালিত মোরগ-মুরগির উদ্ভব হয়েছে। তার ইতিহাস এবং জিনগত বৈশিষ্ট্যের সাদৃশ্যতা বের করে এর মাধ্যমে ডিম ও মাংস উৎপাদনশীল মোরগ-মুরগির উন্নয়ন সাধন করা।”

বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন