চট্টগ্রাম সৃজনশীল প্রকাশ পরিষদের বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন

121

চট্টগ্রামের প্রকাশনা শিল্পের একমাত্র সংগঠন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশ পরিষদের ২য় বার্ষিক সাধারণ সভা ২০২৩ (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশক পরিষদের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে গত ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলানায়তনে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস।সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।

এতে অন্যান্যদের মধ্যে অলোচনায় অংশ নেন সিনিয়র প্রকাশক জামাল উদ্দিন, রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, গোফরান উদিাদন টিটু, মুহাম্মদ নুরুল আবসার, ড. শিব প্রসাদ শূর, আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, আখতারুল ইসলাম, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মাদ মোখতার হোছাইন সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিগত কার্যবছরে প্রকাশক পরিষদের সদস্য ও পরিবারবর্গের যে সকল সদস্য পরলোক গমন করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব পাঠ করা হয়। গত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সোহেল রানা। বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে প্রকাশিত হয় প্রকাশক নির্দেশকা ও গঠনতন্ত্র। ২০২২-২০২৩ সালের প্রতিবেদন ও আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপনের উপর আলোচনা করা হয়। পরিষদের সদস্যবৃন্দ এ আলোচনায় অংশ নেন। সভাপতি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন।

আলোচকরা প্রকাশনশিল্পের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ তার সামর্থ্য অনুযায়ী চট্টগ্রামের প্রকাশশিল্পকে এগিয়ে নেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে পরিষদের সকলের সহযোগিতায় তার কার্যক্রম আরও সুচারুরূপে পালন করতে সক্ষম হবে। এছাড়াও আসন্ন অমর একুশে বইমেলা-চট্টগ্রামকে সফল করার ক্ষেত্রে প্রকাশক পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচনা করে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হকে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় পরিষদের পক্ষ ৎেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও পরে প্রকাশকদের মাঝে বিপুল সংখ্যক উপহার সামগ্রী ও পরিষদ সদস্যদের আইডি কার্ড প্রদান করা হয় এবং সভাশেষে নগরীরর স্যাফরান রেস্টুরেন্টে ডিনার পার্টির আয়োজন করা হয়। উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।