চাঁদপুরে আখের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাঁসি

463

আখ চাষ চাঁদপুর

চাঁদপুর জেলায় এবার আখের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে ও হাঁসি ফুটেছে। জেলার মতলব উত্তর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি আখ চাষ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে আখের খুচরা ও পাইকারি বিক্রি। আগামি এক মাসের মধ্যে অধিকাংশ জমির আখ বিক্রি হয়ে যাবে।

চাঁদপুর জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৮ উপজেলার আখ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬৭৫ হেক্টর। আবাদ হয়েছে ৬৭০ হেক্টর। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ২১০ হেক্টর।ফরিদগঞ্জ উপজেলায় আবাদ হয়েছে ৩৩৫ হেক্টর, সদর উপজেলায় আবাদ হয়েছে ৬৫ হেক্টর, মতলব দক্ষিণে ৫ হেক্টর,হাজীগঞ্জে ৮ হেক্টর, শাহরাস্তি ৩৫ হেক্টর, কচুয়া ৫ হেক্টর ও হাইমচর উপজেলায় ৭ হেক্টর।মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা সেচ প্রকল্পের আওতায় হওয়ায় জমিগুলো কৃষি উপযোগী থাকে বছর জুড়ে। তাই এখানে বেশি পরিমানে চাষ হয়ে থাকে।

জেলার ৮ টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে,এবছর আখের বাম্পার ফলন হয়েছে। আখ চাষিরা জমিতে কাজ করছেন। কেউ আখ তুলছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার অন্য শ্রমিক এসব আখ সড়কে নিয়ে স্তূপ করে রাখছেন।

চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকার ইসহাক সিকদার জানান, তিনি এ বছর ৫৫ শতাংশ জমিতে আখের চাষ করেছেন। খরচ বাদ দিয়ে তার কমপক্ষে ৩৫ হাজার টাকার মতো লাভ হবে।

হানিরপাড় গ্রামের কৃষক জাইনুদ্দিন প্রধানিয়া জানান, ‘তারা দেড় যুগ ধরে আখের চাষ করে আসছেন, সেচ প্রকল্প হওয়ার কারণে তাদের আখের ফলন খুবই ভালো হয়েছে। এ বছর তাদের জমিতে ২০৮ নম্বর যা ‘চাঁদপুর গ্যান্ডারি’ নামে পরিচিত। এটিই তারা আবাদ করেছেন। চাঁদপুরে গ্যান্ডারি স্থানীয়ভাবে খুচরা এবং পাইকারি দু’ভাবে বিক্রি হচ্ছে। কারণ এ আখ খুব সহজেই চিবিয়ে খাওয়া যায়।

মতলব দক্ষিণের নারায়নপুর এলাকার কৃষক লতিফ মিয়া জানান, আমাদের এলাকায় আখ বিক্রি শুরু হয়েছে। আগামি ১ মাসের মধ্যে সব আখ বিক্রি হয়ে যাবে। তবে কিছু উঁচু জমির আখ দেরিতে বিক্রি হয় এবং ওইসব কৃষক দামও ভালো পান। এখন পাইকাররা এসে পুরো জমির আখ একসঙ্গে ক্রয় করে নিচ্ছে। এবার দাম ও ভালো পাবো বলে আশা করেন তিনি।

ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও এলাকার কৃষক জসিম উদ্দিন জানান, তিনি বিগত কয়েক বছর যাবৎ আখের চাষ করে আসছেন, এবারো ৮০ শতক জমিতে আখ চাষ করেছেন, আখের গায়েব রং দেখতে ভালো হয়েছে এবং মোটা ও লম্বা সাইজের হয়েছে তাই এ আখের চাহিদা ও বেশি বলে তিনি জানান। তিনি এবার সব খরচ বাদ দিয়ে ৪৫/৫০ হাজার টাকা লাভ করতে পারবেন বলেও জানান।-বাসস

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ