চাঁদপুরে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

353

পাট

চাঁদপুর: জেলায় এ বছর ৪ হাজার ৪শ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চাঁদপুর কৃষি বিভাগ। চাঁদপুর দেশের অন্যতম নদীবিধোত কৃষিভিত্তিক অঞ্চল। কয়েক দশক থেকেই কৃষিপণ্য উৎপাদনে চাঁদপুরের সুখ্যাতি রয়েছে।

মেঘনা,পদ্মা ,ডাকাতিয়া ও মেঘনা ধনাগোদা নদী দ্বারা বেষ্টিত চাঁদপুরের মাটি ও আবহাওয়া কৃষি উপযোগী একটি জেলা । যেখানে সব রকমের কৃষিপণ্য উৎপাদিত হয়ে থাকে।এর মধ্যে পাট অন্যতম । ষাটের দশকের শুরুতে ডব্লিউ রহমান জুট মিল,স্টার আল কায়েদ ও হামিদিয়া জুট মিল গড়ে উঠেছিল। সে সুবাধেই চাঁদপুরে কম-বেশি পাট চাষাবাদ হয়ে থাকে ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, চাঁদপুরের ৮ উপজেলায় এ বছর (২০১৭-২০১৮ খরিপ-১) ৪ হাজার ৪০১ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাট চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৩১ বেল। সরকারি ভাষায় ৫ মণকে বলা হয় ১ বেল । সে হিসেবে এবার ২ লাখ ১৪ হাজার ৬শ ৫৫ মণ পাট উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে মতে, চাঁদপুরে দেশি পাটের চাষাবাদ ২ হাজার ২৭৬ হেক্টরে, যার বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২১ হাজার ৮৮ বেল, তোষা পাটের চাষাবাদ হয়েছে ১ হাজার ৩৭১ হেক্টরে, যার বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১৫ হাজার ৪২৮ বেল, কেনাফ জাতের চাষাবাদ হয়েছে ৬২০ হেক্টরে যার বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৫ হাজার ৩৩৩ বেল, মেস্তা পাট চাষাবাদ হয়েছে ১৪০ হেক্টরে যার বিপরিতে উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ১ হাজার ১৮২ বেল । চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষিবিদ আবদুল মান্নান।

প্রাপ্ত সূত্রে জানা যায়,এ বছর চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে চাঁদপুর সদরে ১ হাজার ৬৯৯ হেক্টর জমিতে দেশি,তোষা,মেস্তা ও কেনাফ জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ১৫ হাজার ৯৭৫ বেল পাট । মতলব উত্তরে ২৫০ হেক্টর জমিতে দেশি, তোষা, মেস্তা ও কেনাফ জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ২ হাজার ২৪১ বেল । মতলব দক্ষিণে ৫৩০ হেক্টর জমিতে দেশি,তোষা,মেস্তা ও কেনাফ জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ৫ হাজার ২৩৩ বেল পাট।

হাজীগঞ্জ উপজেলায় ৬২০ হেক্টর জমিতে দেশি,তোষা,মেস্তা ও কেনাফ জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ৬ হাজার ২১১ বেল। শাহরাস্তিতে ৭২ হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ৬৯২ বেল পাট ।কচুয়ায় উপজেলায় ৫৩৫ হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ৫ হাজার ৩৯২ বেল পাট। ফরিদগঞ্জে ১৭৫ হেক্টর জমিতে দেশি,তোষা ও মেস্তা জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ১ হাজার ৫৯৮ বেল পাট । হাইমচরে ৫২০ হেক্টরে কেনাফ জাতের পাট চাষাবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা হলো ৪ হাজার ৩৮৯ বেল পাট ।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আলী আহমেদ জানান, এ বছর চাঁদপুরে ৪ হাজার ৪ শ’হেক্টর জমিতে দেশি,তোষা,মেস্তা ও কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ জাজার ৪শত বেল এ বছর লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী। কারণ এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আর কৃষক এখন পাটের দাম ভালো পাচ্ছে তা তারা উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম দিয়ে যাচ্ছে।বাসস।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন