চাঁদপুরে সমন্বিত খামারে সফলতা

368

চাঁদপুরে সমন্বিত খামারে সফল হয়েছেন প্রবাসী আব্দুল হাই। তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে গুলিশা গ্রামের বাসিন্দা। তিনি তার জমিতে সারি সারি বাঁধাকপি, ফুলকপি আর টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন হয়েছে। ফলন ভালো হওয়ায় তার মুখে হাসি ফুটেছে। এখন তার দেখাদেখি অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন সবজিসহ অন্যান্য সমন্বিত খামার।

জানা যায়, আব্দুল হাই তার জমিতে চাষ করেছেন ফুলকপি, বাঁধাকপি, ওরকপি, বাহুবলী টমেটো, ব্লাক টমেটো, হাইটম, ললিতা আলু ডায়মন্ড, উপসী সিম, ইপসা-১ সিম ও ইপসা-২ সিম, বারিসিম, রেড কুইন পেপে ও রেড লেডী পেপে, মুলা তাকিজ জাপান, লাউ, মিষ্টি কুমড়া, গাজর, লাল শাক, ডাটা, দনিয়া পাতা দেশী ও বিলেতি, পালংশাক, করলা, বিজলি মরিচ ও দেশী মরিচ, ভেন্ডি, বরবটি।

ফলের মধ্যে চাষ করেছেন সাগর কলা, শপরি কলা, বাংলা কলা ও চাপা কলা, কাজী পেয়ারা, থাই পেয়ারা ও দেশী পেয়ারা, আমরূপালী, বানানা আম, হাড়িভাঙ্গা, বাড়ী-৩, বাড়ী-৪, লেংড়া, বাড়ী ফজলি, সবেদা, মাল্টা, কমলা, আমলকি, জলপাই,বাড়ী জলপাই,বাড়ী কামরাঙা ও জামরুল।

আব্দুল হাই বলেন, সৌদি আরবে ৭ বছর থাকার পরে দেশে ফিরে আসি ১৯৯২ সালে। দেশে ফিরে আসার পরে বেকার হয়ে যাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম এখন আমার কিছু করতে হবে। আর শিক্ষিত লোক কৃষি কাজে আসে না। কোন কৃষক শিক্ষিত হলে দেশ ও জাতি এগিয়ে যাবে।

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, আব্দুল হাই সফল হওয়ায় এখন অনেক বেকার যুবক কৃষিকাজে এগিয়ে আসবে। যারা কৃষিকাজে এগিয়ে আসবে আমরা তাদের সব ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করবো।

ফার্মসএন্ডফার্মার/১০মার্চ২০২১