চাঁদপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র

364

full_516061530_1398937246

চাঁদপুর: জেলায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে ২৫ কোটি টাকা ব্যয়ে মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে সরকার।

পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলে চাঁদপুর মাছঘাটে এ কেন্দ্রটি তৈরি করা হবে। চারতলা বিশিষ্ট অত্যাধুনিক এ অবতরণ কেন্দ্রটিতে একটি আধুনিক হিমাগার (কোল্ড স্টোরেজ), বরফকল এবং মাছ আনা-নেয়ার ক্ষেত্রে দুটি লরি থাকবে।

সম্প্রতি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদের নেতৃত্বে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (ক্রয় ও বিপণন) মো. আব্দুল মতিন, ব্যবস্থাপক (পরিকল্পনা) মো. তোজাম্মেল হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান ও মৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দসহ প্রস্তাবিত চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাছঘাট স্থানটি ঘুরে গেছেন।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, রেলওয়ের প্রায় ৪০ শতাংশ জমিতে যেখানে এখন মাছঘাট রয়েছে সেখানেই এ বহুতল ভবনের অবতরণ কেন্দ্রটি নির্মিত হবে। চাঁদপুরের জেলা প্রশাসকের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কেন্দ্রটি করার উদ্যোগ গ্রহণ করেছেন। টেন্ডার পক্রিয়া সহসাই সম্পন্ন হবে। আগামী দুই বছরের মধ্যেই মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ কাজ সম্পন্ন হতে পারে। এ অবতরণ কেন্দ্রটি হলে চাঁদপুরের ইলিশসহ সকল ধরনের মাছ সংরক্ষণে আধুনিক সুযোগ-সুবিধার সৃষ্টি হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল জনান, আধুনিক এ অবতরণ কেন্দ্রটি নির্মিত হলে ইলিশের বাড়ি চাঁদপুর-এর ব্র্যান্ডিং কাজও এগিয়ে যাবে অনেক দূর। তিনি বলেন, বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী, এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক এবং মৎস্য ব্যবসায়ীদের আন্তরিকতায় এটি আমরা পেতে যাচ্ছি। এটি নির্মিত হলে পদ্মা-মেঘনার ইলিশ আরো বেশি সংরক্ষণ হবে, অতিরিক্ত মাছ নষ্ট হবে না।

চাঁদপুরের মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, প্রতি বছরই বিপুল সংখ্যক মাছ এখানে বিনষ্ট হয় রক্ষণাবেক্ষণের অভাবে। হাতের কাছেই এতো বড় বাজারে যেখানে কয়েকটি জেলার ইলিশ মাছসহ বিভিন্ন জাতের মাছ আসছে সেগুলো সংরক্ষণ করতে বেকায়দায় পড়ে ব্যবসায়ীরা। তাছাড়া জায়গাটিও সব সময় স্যাঁতস্যাঁতে থাকে। এতে করে মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাদের বিড়ম্বনায় পড়তে হয়।
মৎস্য বণিক সমিতির সদস্য ও মৎস্য আহরণকারী শ্রমিকসহ এর সাথে জড়িতরাও এ কেন্দ্রটি নির্মাণ হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেছেন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন