চাঁপাইনবাবগঞ্জে আম সংগ্রহ ও পরিবহনে নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা সভা

348

[su_slider source=”media: 4547,4548″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গত ০৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় ফরমালিনমুক্ত আম উৎপাদনে ২০ মে’র আগে বাগান থেকে আম সংগ্রহ, বিক্রি ও পরিবহনের ওপর নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মুন্জুরুল হুদা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুল ইসলাম। ফরমালিন বা বিষমুক্ত আম উৎপাদনে আমে কেমিক্যাল দ্রব্য মিশিয়ে বাজারজাতকরণ রোধ ও অসময়ে আম বাজারজাতকরণ বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক প্রধান অতিথি বলেন, ২০ মে ২০১৭ থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি বছরের আম মৌসুম শুরু হবে। এরপর ২৫ মে থেকে গোপালভোগ, ২৮ মে থেকে খিরসাভোগ, ৫ জুন থেকে ল্যাংড়াভোগ ও বোম্বাই এবং ১৫ জুন থেকে ফজলী, সুরমা ফজলী ও আম্রপালি বাজারজাত করা যাবে। এ ছাড়া ১ জুলাই থেকে আশ্বিনা আম বাজারজাত শুরু হবে মর্মে সভায় অবহিত করে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি কৃষিবিদ মুন্জুরুল হুদা বলেন, আম খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার আম চাষিদের আমের সুনাম অক্ষুন্ন রাখতে এডিবি’র অর্থায়নে উপজেলায় ইতোমধ্যে আম চাষিদের নিয়ে বিষমুক্ত আম উৎপাদন, বাজারজাতকরণ, আম গাছে কাল্টারও আমে কেমিক্যাল ব্যবহার নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণ এসব বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামুলক সভা করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাইফুর রহমান, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান মো. বেনাউল ইসলাম, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক চুটু ও কানসাট আম আড়তদার সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ। সভাপতি সভার সিদ্ধান্ত মোতাবেক বিষমুক্ত আম বাজারজাতকরণে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি এ বিষয়ে ব্যত্যয় ঘটলে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত অব্যাহত রাখার সিদ্ধান্ত ও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সম্পাপ্তি ঘোষণা করেন। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, আম চাষি, আম ব্যবসায়ি, আড়তদার সমিতির প্রতিনিধিসহ শতাধিক জন উপস্থিত ছিলেন।