চাঁপাইনবাবগঞ্জ সদরে রাজস্ব খাতের ভুট্টা প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত

311

[su_slider source=”media: 4265,4266,4267″ title=”no” pages=”no”] [/su_slider]

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত ২০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদরের চর ইসলামাবাদে কৃষক আব্দুল হান্নান’র ৫০শতক জমিতে রাজস্ব খাতভূক্ত সুপার সাইন-২৭৬০ জাতের ভুট্টা প্রদর্শনীর ওপর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. সাইদুর রহমান’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহামুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপপরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর ফিরোজ।

প্রধান অতিথি বলেন, ভুট্টা প্রোটিনসমৃদ্ধ লাভজনক মজার ফসল, যা সারাবছর চাষ করা যায়। ভুট্টা শুধু মানুষের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে তা নয়, পশু খাদ্যের জন্যও এর যথেষ্ঠ চাহিদা রয়েছে। কাজেই ভুট্টা চাষে গুরুত্ব দিয়ে জমি পতিত না রেখে পৌরসভার এ নিম্নাঞ্চল বা চরাঞ্চলে এর আবাদ ব্যাপকভাবে বাড়াতে হবে। বিশেষ অতিথি কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা বলেন, সুপার সাইন-২৭৬০ ভুট্টা একটি উৎকৃষ্ট মানের ফলনশীল জাত। স্বল্প সময়ে ২/১ টি সেচে যেমন চাষ করা যায় তেমনি বিঘা প্রতি প্রায় ৩৫ মন পর্যন্ত ফলন পাওয়া যায় অনায়াসে। উপজেলা কৃষি কর্মকর্তা ভুট্টার চাষাবাদ কৌশল ও পরিচর্যা বিষয়ে আলোকপাত করেন। প্রদর্শনীচাষি মো. আব্দুল হান্নান জানান, এলাকায় এর আগে তেমন ভুট্টার চাষ হতো না। নতুন জাতের এ ভুট্টার প্রদর্শনী স্থাপনের ফলে এলাকার কৃষকদের মাঝে ভুট্টা চাষের এক বিপ্লব শুরু হয়েছে। আগামীতে এলাকায় ব্যাপক হারে ভুট্টার চাষ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মাঠদিবসে জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ প্রায় ৪ শ’৫০ জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।