জাহিদ হাসান মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চলছে এখন চলছে বোরো ধানের ভরা মৌসুম। আর এসময় বোরো ধানের চারা বিক্রিতে মেতে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা শিমুলতলা বাজার, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে চলছে ভাসমান বোরো ধানের চারা বিক্রির হাট।
শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ বাজারে সরেজমিনে দেখা গেছে, বিক্রেতারা কেউ মাটিতে কেউবা ভ্যানে করে বোরো ধানের চারা বিক্রি করছেন।
শিবগঞ্জের ইজারাদার শফিকুল ইসলাম বলেন, বছরের মাঘ মাসের প্রথম সপ্তাহের দিকে শুরু হয়ে চৈত্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এ হাট চলে। প্রতিদিন তিনি সহ অন্যান্যরা প্রায় ৪০০ থেকে ৫০০ পণ চারা বিক্রি করেন। ৮০টি গাছের চারা মিলে একপণ হয়।
ধানের চারা বিক্রেতা তসলিম উদ্দিন বলেন, “অস্থায়ী এ হাটে বিভিন্ন প্রজাতির ধানের মধ্যে জিরা আটাশ-উনত্রিশ-ছত্রিশ ও বিয়ার আটান্ন-বাষট্টি-তেষট্টি জাতের ধানের চারা বিক্রি হয়।”
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুনজুরুল হুদা জানান, জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ভিত্তিতে ধানের চারা বিক্রি হয়। এ ধান এখন জমিতে বপন করে তা আগামী মে মাসে কৃষকরা উঠাবে।
‘H5n8’ ভাইরাসের কারণে ভারত থেকে পোল্ট্রি নেবে না সৌদি
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এমএস