চিংড়ির ঘেরে ইলিশ চাষের সম্ভাবনা

660

%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6

বাঙালির রসনা মেটাতে ইলিশের জুড়ি মেলা ভার। আর এই ইলিশ যদি গভীর নদী ও সমুদ্রের পানি ছাড়া অন্য কোথাও পাওয়া যায়, তাতে অবাকই হওয়ার কথা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, একটি চিংড়ি ঘেরে একঝাঁক ইলিশ ধরা পড়েছে। আর এগুলো কোনো ছোটোখাটো সাইজের নয়। প্রতিটি ইলিশ এক কেজির বেশি ওজনের। এ ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারীতে। উপজেলার সাবোখালী গ্রামের চিংড়িচাষী সাধন অধিকারী জানান, গতকাল তাদের জালে একঝাঁক ইলিশ ধরা পড়ে। এতে প্রথমে সবাই অবাক হন। পরে নিশ্চিত হন সেগুলো আসল ইলিশ। সেখান থেকে নিজেদের খাওয়ার জন্য দুটি ইলিশ রেখে বাকিগুলো ওই চিংড়ি ঘেরে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে অনেকেই ছুটে আসেন ইলিশগুলো দেখতে। প্রতিটি মাছ এক কেজির বেশি বলেও দাবি করেন সাধন। গত বছর ওই ঘেরে সমুদ্র থেকে চিংড়ি পোনা এনে ছাড়া হয়। সেই সঙ্গে ইলিশের পোনাও চলে আসে বলে ধারনা করা  হচ্ছে। উল্লেখ, এর আগে পাশের পাটরপাড়া গ্রামের ফরিদ বিশ্বাসের বাড়ির পুকুরে প্রচুর ইলিশ ধরা পড়েছিল। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, গভীর পানি ছাড়া ইলিশ পাওয়া যায় এটি একটি অবিশ্বাস্য ব্যাপার। তবে পুকুরে ও ঘেরে ইলিশ পাওয়া যায় এমন খবর শুনেছেন। কিন্তু এখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি। বিষয়টি খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।