চিংড়ি মাছের কালিয়া

1040

চিংড়ি মাছের কালিয়া

উপকরণ:

বড় চিংড়ি মাছ ৫০০ গ্রাম
আলু ২টি
মটরশুঁটি ১/২ কাপ
পেঁয়াজ বাটা ২ চামচ
আদাবাটা ১ চামচ
হলুদ গুঁড়ো ১ চামচ
মরিচের গুঁড়ো ১ চামচ
তেজপাতা ২টি
টমেটো ১টি
তেল ১৫০ গ্রাম
গরমমশলা ১/২ চামচ
লবণ পরিমাণমতো

 

প্রণালী:
চিংড়িমাছ বেছে ধুয়ে লবণ-হলুদ মাখিয়ে ভেজে নিন। আলু ভেজে তুলে নিন। এবার কড়াইতে বাকি তেল গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে আদা ও রসুনবাটা হালকা লাল করে ভেজে হলুদ ও মরিচের গুঁড়ো একটু পানিতে গুলে কড়াইতে দিন। মশলা হালকা ভাজা হলে ওর মধ্যে টমেটো চারফালি করে কেটে দিয়ে ভাজুন। মশলা ভাজা ভাজা হলে তার মধ্যে পানি লবণ, মিষ্টি, আলু, চিংড়িমাছ ও মটরশুঁটি সব কড়াইতে দিয়ে চাপা দিন। তা ঝোল একটু গাঢ় হলে ওর মধ্যে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।