চিকেন রেজালা

802

চিকেন রেজালা

উপকরণ:

মুরগি ১ কেজি (বড় বড় টুকরো করা)
বাদাম তেল আধা কাপ
লবণ দেড় চা চামচ
টকদই আধা কাপ
দই-এর ঘোল ১ কাপ
পেঁয়াজ বাটা ২টি
রসুন বাটা ১ চা চামচ
ধনেবাটা ৪ চা চামচ
শুকনো মরিচ ৪টি
আস্ত গোলমরিচ ১০টি
আস্ত গরমমশলা ৬টি
গোলাপ জল ২ চা চামচ
কাপে পেঁপে বাটা ৩ টেবিল চামচ
লবণ পরিমাণমতো

 

প্রণালী:
বাটা মশলা, পেঁপে বাটা ও দই মুরগির টুকরোয় মাখিয়ে দুই ঘণ্টা রেখে দিন। কড়াইতে বাদামতেল গরম করে গরমমশলা ফোড়ন, মশলা মাখা মুরগি ও লবণ দিন। মিনিট পাঁচেক পর শুকনো মরিচ, গোলমরিচ ও দইয়ের ঘোল কড়াইতে ঢেলে আগুন কমিয়ে ঢাকা দিয়ে দিন। দশ মিনিট পর গোলাপ জল ছিটিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।