চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা—২০২৪ শুরু

78
 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত “আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা—২০২৪” আজ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩০শে মে (বৃহস্পতিবার), ২০২৪ খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকায় চুয়েট কেদ্রীয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ,স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান,ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম,ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ—পরিচালক ড. মোঃ সাইফুল ইসলামসহ সকল হল এর প্রভোস্টগণ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ—প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন। শেখ রাসেল হল বনাম বঙ্গবন্ধু হলের মধ্যকার ম্যাচ দিয়ে দিয়ে শুরু হয় চুয়েটের আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা।