চুরি হয়ে গেছে গবেষণার জন্য রাখা ৩৮ মোরগ

166

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। ঈদের আগে বুধবার (২৮ জুন) রাতে ৫ নম্বর পিওরলাইন মেল সেড থেকে চুরির এ ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। গবেষণার জন্য রাখা মোরগগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘ঈদের আগের দিন রাতে মোরগগুলো চুরি হয়েছে। আমাদের এই সেডে ৩০০ মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মোরগগুলোর গবেষণার দায়িত্ব রয়েছেন পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা। আমরা ডিউটি করি সকাল থেকে বিকেল পর্যন্ত। এরপর অফিস ছুটির পরে দায়িত্ব থাকে নিরাপত্তাকর্মীদের ওপর।’

চুরির বিষয়ে জানতে চাইলে পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা বলেন, ‘এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ ব্যাপারে আমি মন্তব্য করতে অপারগ।’

সূত্র বলছে, চুরির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির বিষয় নিয়ে কথা বলতে চাননি বিএলআরআইয়ের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা।

দেশের এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তার ব্যাপক ঘাটতি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএলআরআইয়ের নিরাপত্তা প্রধান আহসান হাবিব বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত হবে। তারপর জানানো যাবে।’

এ বিষয়ে জানতে বিএলআরআই মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।