চুয়াডাঙ্গায় ভুট্টায় ‘ফল আর্মিওয়ার্ম’র আক্রমণ চাষিদের সচেতনতায় সমাবেশ

330

কৃষক-সমাবেদ
কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্মের আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকদের মধ্যে সচেতনতায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সিপি বাংলাদেশের আয়োজনে চুয়াডাঙ্গা শহরতলীর দিগড়ী গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার ভুট্টা ক্ষেতে এ বিধ্বংসী পোকার আক্রমণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদন প্রচারের পর থেকেই নড়েচড়ে বসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সিপি বাংলাদেশ এই সচেতনতা সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে অতিথিরা জেলার ভুট্টা চাষিদের মধ্যে ক্ষতিকর এই পোকা ফল আর্মি ওয়ার্ম সম্পর্কে ধারণা দেন। কীভাবে এ পোকা থেকে রক্ষা পাওয়া যাবে ও পোকার বংশ ধ্বংস করতে হবে সে সম্পর্কে কৃষকদের মঝে সচিত্র প্রতিবেদন তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি থাইল্যান্ডের ম্যানেজার মি. ইনতানিন, সিপি বাংলাদেশের জিএম এনামুল করিম, ম্যানেজার ফরহাদ আল মামুন ও অফিসার কামরুল হাসান প্রমুখ।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন