চুয়াডাঙ্গায় যাত্রা শুরু করলো ‘কৃষকের বাজার’

136

চুয়াডাঙ্গায় প্রান্তিক পর্যায়ে বিষমুক্ত শাক-সবজি বিক্রয়ের জন্য যাত্রা শুরু করেছে কৃষকের বাজার। রোববার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ডিঙ্গেদহ হাটখোলায় এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম ভূঁইয়া।

এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, জেলা বাজার ও বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, এ বাজারে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা উৎপাদিত বিষমুক্ত সবজি সরাসরি বিক্রয়ের সুবিধা পাবেন। ন্যায্যমূল্যে কৃষকের কাছে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন ক্রেতারা। আর এ কৃষকের বাজার উদ্বোধনের মাধ্যমে চমৎকার চুয়াডাঙ্গা গঠনের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

মো. স্বপন আলী নামের এক কৃষক বলেন, আমরা বিষমুক্ত সবজির বাজার উদ্বোধন করলাম। এখানে টাটকা সব শাক-সবজি আমরা বিক্রি হবে।

আব্দুল হুদা নামের এক কৃষক বলেন, বাজারের সব শাক-সবজি টাটকা ও বিষমুক্তভাবে চাষ করা। আমরা প্রতি সপ্তাহে দুদিন এখানে সবজি বিক্রি করবো।

সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বাজারে বিষমুক্ত শাক-সবজি পাবেন ক্রেতারা। পরে এখান থেকে সারাদেশে টাটকা শাক-সবজি সরবরাহের চিন্তাও আছে কর্তৃপক্ষের।