চুয়েটের টিএসসি’র ক্যাফেটেরিয়া উদ্বোধন

138

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত টিএসসি’র ক্যাফেটেরিয়া-১ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আজ ২১শে মে (বুধবার) ২০২৩ খ্রি. বেলা ১২:৩০ ঘটিকায় টিএসসি ১ম ও ২য় তলায় স্থাপিত এই ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এরই মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্নের টিএসসি’র পূর্ণাঙ্গরূপে কার্যক্রম শুরু হয়েছে। এই ক্যাফেটেরিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সুলভ মূল্যে মানসম্পন্ন খাবারের সুযোগ পাবেন।