চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পানিসম্পদ কৌশল বিভাগে অত্যাধুনিক ‘ইরিগেশন ল্যাব’ চালু করা হয়েছে। আজ ১৮ই জুলাই (মঙ্গলবার) ২০২৩ খ্রি. বেলা ১২:৪০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। এ সময় পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সেন্টার চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব পানি দিবস-২০২৩ উপলক্ষ্যে এইদিন বিশ্ববিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে পানিসম্পদ কৌশল বিভাগের আয়োজনে ÒAccelerating Changes in Water ResourcesÓ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ÒBe the change, you want to see in the worldÓ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। উক্ত সেমিনার সঞ্চালনা করেন পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব পলেন চাকমা। এতে পানিসম্পদ কৌশল বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।