চুয়েটে “আউটকাম বেইসড এডুকেশন: কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড অ্যাক্টিভিটিজ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

104

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “আউটকাম বেইসড এডুকেশন: কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড অ্যাক্টিভিটিজ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৪ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং ইঅঊঞঊ-এর কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর ভাইস-চেয়ার অধ্যাপক ড. আরশাদ এম. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার জনাব মো. ইমরান হোসেন।