চুয়েটে ‘আয়কর বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

119

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘কর দেব গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে আয়কর বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ই নভেম্বর (মঙ্গলবার) ২০২৩ খ্রি. বিকাল ৩:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ কর কমিশনার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম। উক্ত আয়কর বিষয়ক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের করদাতা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।