চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা’ কমিটির ২৯তম সভা অনুষ্ঠিত

485

mayar

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’ এর ২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর (মঙ্গলবার), বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সভা হয়

উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর’র চেয়ারম্যান ও চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

উক্ত সভায় কমিটির সদস্য সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক এবং বিভিন্ন বহিঃপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় চুয়েটের চলমান উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে নানাবিধ আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম (রাশেদ পারভেজ) এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন