চুয়েটে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ পালিত

137
চুয়েটে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ এর অংশ হিসেবে “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৮ই জুলাই (মঙ্গলবার) ২০২৩ খ্রি. সকাল ১০:৪০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রি-ইঞ্জিনিয়ারিং ভবন সংলগ্ন এলাকায় উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদসহ বিভিন্ন পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, সেন্টার চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এবিএম ফজলে করিম চৌধুরী, এমপি কর্তৃক উপহার হিসেবে চুয়েটকে প্রদত্ত ১০০০টি ফলজ বৃক্ষ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করা হয় এবং আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে উক্ত চারাসমূহ বিতরণ করা হয়।