চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগের উদ্যোগে “ডাইনামিক্যাল সিস্টেম্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স” শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১শে এপ্রিল (রবিবার) ২০২৪ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় পুরকৌশল বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. প্রীতি কুমার রায় ও ড. দীপক কুমার কেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোছাম্মৎ তাহমিনা আক্তার। গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। উল্লেখ্য, কর্মশালার টেকনিক্যাল সেশনে তিনটি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে মূল বক্তা ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. প্রীতি কুমার রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “মহাবিশ্বের সবকিছুই গতিময়। সময়ের সাথে সাথে সবকিছুই প্রতিমুহূর্তে পরিবর্তন ঘটছে। বর্তমান বিশ্বে প্রকৃতি ও প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে আমাদের পিছিয়ে পড়তে হবে। স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে হলে এসবের গাণিতিক ব্যাখ্যা জানা প্রয়োজন। আজকের কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা এসবের প্রায়োগিক জ্ঞান লাভ করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।”