চুয়েটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জনের উপর ফিডব্যাক ও সমন্বয় সভা অনুষ্ঠিত

139

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সেলের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জনসমূহের উপর ফিডব্যাক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই নভেম্বর (রবিবার) ২০২৩ খ্রি. সকাল ১০:৪০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ফিডব্যাক অনুষ্ঠান পরিচালনা করেন এনআইএস-এপিএ সেলের ডেপুটি রেজিস্ট্রার জনাব এস.এম. মোখতারুল মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইএস-এপিএ সেলের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক। উক্ত ফিডব্যাক ও সমন্বয় সভায় বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শাখা প্রধান ও সংশ্লিষ্ট মনোনীত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।