চুয়েটে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

114
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের যৌন নিপীড়নমূলক কার্যকলাপ কঠোরভাবে দমনের লক্ষ্যে গঠিত অভিযোগ কমিটির উদ্যোগে “শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে সচেতনমূলক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ই নভেম্বর (সোমবার) ২০২৩ খ্রি. সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় শামসেন নাহার খান হলের মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অভিযোগ কমিটির আহ্বায়ক ও তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোসা: রোকসানা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক ড. রাজিয়া সুলতানা এবং সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা: ফারজানা রহমান জুথী। উক্ত সচেতনতামূলক সভায় বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষক, নারী কর্মকর্তা, নারী কর্মচারী এবং বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আবহমান কাল থেকেই নারীরা আমাদের সমাজ ও পরিবারের পরিপূরক হিসেবে ঘরের কাজ ও বাইরের কাজ দুটোই সমানতালে চালিয়ে আসছে। নারীরা আমাদের উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে অপরিহার্য সহযোদ্ধা। তাই নারীর প্রতি যেকোনো ধরনের বৈষম্যমূলক ও অপ্রীতিকর আচরণ সভ্য সমাজে ঘৃণ্য অপরাধ হিসেবেই বিবেচিত হয়। মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের দিকনির্দেশনায় বর্তমান চুয়েট প্রশাসন নারীদের প্রতি যৌন হয়রানির মতো গুরুতর অপরাধের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে আমরা একটা সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।”