ছাগলকে প্রতিদিন এক কোয়া করে রসুন খাওয়ান, যেসব সমস্যা দূর হবে

1188

ছাগলকে প্রতিদিন মাত্র এক কোয়া করে রসুন খাওয়ালে যেসব অবিশ্বাস্য ফলাফল পাবেন:

১. ফার্মের চিকিৎসা খরচ ৮০-৯০% কমে যাবে

২. পেটের সমস্যা বা পাতলা পায়খানা ফার্মের ধারেকাছেও ঘেষবেনা

৩. ডিওয়ার্মিং করতে পয়সা লাগবেনা, কৃমি থেকে শুরু করে যত প্রকার পরজীবী আছে সব নিয়ন্ত্রণে থাকবে (সাথে মাঝেমাঝে কিছু মিষ্টি কুমড়ার বীচি খাওয়াবেন, তাহলেই কেল্লা ফতে..!!)

৪. শীত বর্ষা সহ আবহাওয়া পরিবর্তনের ফলে যেসব রোগ ব্যাধী দেখা দেয় সেগুলো সহজে হবেনা

৫. ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে তুঙ্গে

৬. পাঠী ছাগলের বয়স বৃদ্ধির কোনো ছাপ পড়বেনা, প্রোডাকশন পাবেন দীর্ঘদিন

৭. পাঁঠার ক্ষ্যামতা থাকবে অটুট

৮. সর্বোপরি ছাগলের সুস্বাস্থ্য বজায় থাকবে, দারুণ গ্রোথ পাবেন….

তাহলে আর দেরী না করে আজ থেকে আপনার ফার্মের ছাগলগুলোর খাবার মেনুতে অন্তত এক কোয়া করে খোসাসমেত রসুন একদম ফরজ করে ফেলুন

আসলে রসুনের উপকারিতার কথা বলে শেষ করা যাবেনা। যারা ছাগল পালেন তারা জানেন খামারে ছোটখাটো রোগব্যাধি লেগেই থাকে….

রসুন খাওয়ানো শুরু করার পর বুঝতে পারবেন কত খরচ সেভ হলো আর কত ঝামেলা থেকে মুক্তি পেলেন…

গোট ফার্মিং হবে তখন শান্তি আর শান্তি

ওহ আরেকটা কথা,
ছাগলের সাথে নিজেও প্রতিদিন এক কোয়া রসুন খেতে ভুলবেন না

আপনারও রোগমুক্ত থাকার প্রয়োজন আছে, যৌবনও ধরে রাখার দরকার আছে কিন্তু.

ফার্মসএন্ডফার্মার/২০সেপ্টেম্বর২০