ছাগলের জন্য আদর্শ সুষম দানাদার খাদ্য তালিকাঃ
প্রিয় খামারি ভাইয়েরা,অনেকেই জানতে চান কিভাবে ছাগলের জন্য আদর্শ সুষম দানাদার খাদ্য তৈরি করব?
আমার আজকের লেখা তাদের জন্যই।
আজকের এই পর্বে আমি আপনাদের জানাব কিভাবে ছাগলর জন্য আপনার হাতের কাছেই প্রাপ্য খাদ্য উপাদান দিয়ে আদর্শ সুষম দানাদার খাদ্য বানানো যায়?
আমরা এখানে ছাগলের জন্য ১০০ কেজি আদর্শ সুষম দানাদার খাদ্য তৈরির রেশন ফর্মূলেশন করবঃ
খাদ্য উপাদানের নাম পরিমাণ
গমের ভুষি ৪২ কেজি
ভুট্টা ভাঙ্গা ৩৫ কেজি
সয়াবিন মিল ১০ কেজি
সরিষা/তিলের খৈল ১০ কেজি
ডিসিপি ১ কেজি
ভিটামিন-মিনারেল প্রিমিক্স ১ কেজি
খাবার লবন ১ কেজি
মোট পরিমাণঃ ১০০ কেজি
তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান(বি এল আর আই) উদ্ভাবিত খামারগুরু অ্যাপস।
উপরোক্ত উপাদানের সমন্বয়ে খাদ্য তৈরি করলে এর পুষ্টিমান হবে নিম্নরূপঃ
প্রোটিনঃ ১৮.৫৯%
বিপাকীয় শক্তিঃ ২৫৫৬ কিলো ক্যালরী
এবং এইসকল উপাদানে খাদ্য খরচ হবে আনুমানিক ৩৬ টাকা প্রতি কেজি। তবে পরিমাণ এবং বাজার দর তারতম্যের কারনে অথবা স্থান ভেদে এই মূল্য কম বা বেশি হতে পারে।