দৈনিক কার্যক্রম সূচি
সকাল ৬-৭ টা দৈনিক প্রয়োজনের ১/২ অংশ দানাদার এবং ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য দিতে হবে। প্রথমে দানাদার খাদ্য আলাদা আলাদা পাত্রে এবং পরে আঁশ জাতীয় খাদ্য একত্রে দিতে হবে।
সকাল ৬-৯ টা- পাতা সমেত গাছের ডাল ঝুলিয়ে দিতে হবে।
দুপুর – ১২ টা – ভাতের মাড় ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
বিকাল- ৪-৫ টা – অবশিষ্ট দানাদার খাদ্য পূর্বের ন্যায় সরবরাহ করতে হবে।
সন্ধ্যা- সন্ধার পূর্বে ছাগল ঘরে তুলে দিনের অবশিষ্ট ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
ছাগলের খামার ব্যবস্থাপনা ও কার্যক্রম সূচি
ছাগলের খামার ব্যবস্থাপনা হলে খামারের প্রাণ । সুষ্ঠু ব্যবস্থাপনা খামারের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের পথ সুগম ও ত্বরান্বিত করে এবং খামারের সম্পদ, সুযোগ ও সময়ের সঠিকভাবে সমন্বয় ঘটানো যায় । আর সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে বুঝায়ঃ-
১) সম্পদের যথাযথ ব্যবহার,২) শক্তির সর্বোচ্চ ব্যবহার,৩) শ্রমের সর্বনিম্ন অপচয়,৪) অল্প সময়ে অধিক ফল লাভ,৫) কম খরচ ও সময়ে অধিক উৎপাদন,৬) গুনগতমানের উৎপাদন,৭) সঠিক পরিকল্পনা ।
দৈনিক কার্যক্রম সূচি
ক) সকাল ৭-৯ টা • ছাগলের সার্বিক অবস্থা ও আচরণ পরীক্ষা করতে হবে।
পানির পাত্র/ খাবার পাত্র পরিষ্কার করা এবং পাত্রে খাবার ও পানি সরবরাহ করতে হবে।
খাবার দেবার পর কিছুক্ষণ দাঁড়িয়ে আচরণ পরীক্ষা করতে হবে।
ছাগল সকালে বের করার পর ছগলের ঘর নিয়মিত পরিষ্কার করতে হবে।
খ) সকাল ১১-১২ টা, খাবার ও পানি সরবরাহ করতে হবে।
গ) বিকাল ৪-৫ টা , খাদ্য ও পানি সরবরাহ করতে হব। দরজা বন্ধ করতে হবে। আচরণ পরীক্ষা করতে হবে।
সাপ্তাহিক কাজ
খাদ্য তৈরি করতে হবে। ঘর জীবাণুনাশক পানি দ্বারা পরিষ্কার করতে হবে।
প্রয়োজনে টিকা প্রদান বা কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
ফার্মসএন্ডফার্মার/১৬মার্চ২০