ছাগলের খামার শুরুর আগে প্রাথমিকভাবে যেসব কাজ করবেন

1715

1502534233
আপনারা অ‌নে‌কেই বাণিজ্যিকভাবে ছাগলের খামার শুরুর জন্য প্রাথমিক প্র‌শিক্ষণ বিষ‌য়ে জানার আগ্রহ অনুভব কিংবা ইচ্ছা প্রকাশ করেন । কেননা একজন খামারিকে অবশ্যই খামার শুরু আগে এ বিষয়ে কিছু প্রাথমিক ধারণা রাখা প্রয়োজন। একজন খামা‌রি প্রথ‌মিক ভা‌বে কিভা‌বে শুরু কর‌বেন, তা একজন খামারির জানা অত্যন্ত আবশ্যক। খামার শুরু পূর্বে যে কাজগু‌লি প্রথ‌মে কর‌তে হ‌বে তা নিন্মে তুলে ধরা হলো-

প্রাথমিক কাজসমূহঃ
১, প্রথমত একজন খামারিকে ছাগল পালনের জন্য ছাগলের খাদ্য হিসেবে ঘ‌াস লগা‌তে হবে।
২, ছাগলের জন্য আলাদা মজবুত করে উপযুক্ত স্থানে শেড তৈরী করা ।
৩, খামা‌রের চারপা‌শে বেড়া দেয়া ।
৪, ছাগল সংগ্রহ করা ।
৫, ছাগল সংগ্রহ স্থল থে‌কে PPR ইঞ্জেকশন এবং ক্রি‌মির ঔষধ দেওয়া ।
৬, প‌রিবহণ করার সময় যত্ন করে খামা‌রে আনা যা‌তে ঠান্ডা না লা‌গে ।
৭, সুস্থ সবল ১বৎসর বয়স‌ি মা ছাগল সংগ্রহ করা ।
৮, খামরে আনার ১৫ দিন পর্যন্ত ‌নি‌বিড় পর্য‌বেক্ষ‌নে রাখা ।
৯, কাচাঁ বা শুকনা ঘ‌াসের পাশাপা‌শি দানাদার খাবার খাওয়া‌নো।
১০, দানাদার খাবা‌রের সা‌থে ১% ভিটা‌মিন খাওয়া‌নো।
১১, ছাগ‌লের চারনভূ‌মি ১৫দিন পরপর চেঞ্জ করতে হবে।
১২, ভ্যাক‌সিন গু‌লি বৎস‌রে ১ বার পুশ করা।
১৩, বাচ্চা ছাগল‌কে ১মাস বয়স থে‌কে ৫মাস পর্যন্ত মা‌সে ১বার ক্রি‌মির ঔষধ খাওয়া‌নো।
১৪, বড় ছাগল‌কে ৪মাস অন্তর ক্রি‌মির ঔষধ খাওয়া‌নো।

ফার্মসএন্ডফার্মার/১০ফেব্রু২০২০