ছাগলের পাতলা পায়খানা রোগের চিকিৎসা

709

বন্যার সময় গবাদিপশুর রোগ বালাই সাধারণত বেশি হয়ে থাকে। এর কারণ দুষিত পানি পান করা। অথবা বেশি পরিমানে খাদ্য গ্রহণ করা। একই কারণে শুধু বয়স্ক পশুদের নয় বাচ্চাদেরও পেট খারাপ হয়।আবার গরমের সময় এই রোগটি বেশী হয়। কোন কোন সময় খামারের দু’চারটি ছাগল অথবা অধিকাংশ ছাগল পাতলা মলত্যাগ করে থাকে।তবে, এতে ভয় পাওয়ার কোন কারণ নেই।

লক্ষণসমূহ:
* ছাগল পাতলা পানির মতো মল বারবার ত্যাগ করবে।
* মলের রং সবুজ বা হলুদ জতে পারে।
* মলে বেশ দূর্গন্ধ থাকে।
* মলদার থেকে শুরু করে লেজের লোম এবং পিছনের দুই পা মল লেগে ভিজে থাকে।
* ছাগল খুব দূর্বল হয়ে পড়ে।
* ছাগল এক জায়গায় চুপচাপ বসে থাকে।
* জাবর কাটা থেকে বিরত থাকে।

ছাগলের পাতলা পায়খানা রোগের চিকিৎসা:

নিচের যে কোন একটি ঔষধ প্রয়োগ করতে হবে।
Stresskill (স্কয়ার কোং) ১ লিটার পানির সাথে ১ গ্রাম পরিমান মিশিয়ে ছাগলকে বারবার খাওয়াতে হবে।
অথবা
Glucolyle 20gm (এ্যকমি কোং) ১ লিটার পানির সাথে ১ গ্রাম পরিমান মিশিয়ে ছাগলকে বারবার খাওয়াতে হবে।

মনে রাখবেন, পাতলা পায়খানা এবং পেট ফাঁপা বা ফোলা দুটো আলাদা রোগ। ছাগলের পাতলা পায়খানা রোগের চিকিৎসা শিরোনামে সংবাদের তথ্য বিডিফার্ম থেকে সংগ্রহ করা হয়েছে।

ফার্মসএন্ডফার্মার/ ১৪জুন ২০২১