ছাগলের পায়ে ব্যথাজনিত সমস্যা দূর করবেন যেভাবে

3119

ছাগলের ছবি

ছাগলের পায়ে ব্যথাজনিত সমস্যায় করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আমদের দেশে ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগল পালন করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন কারণে ছাগলের পায়ে ব্যথা হতে পারে। আসুন জেনে নেই ছাগলের পায়ে ব্যথাজনিত সমস্যায় করণীয় সম্পর্কে-

ছাগলের পায়ে ব্যথাজনিত সমস্যায় করণীয়ঃ
১। ছাগলের পায়ে ব্যথা হলে শুরুতেই ব্যাথার কারণ জানতে হবে।

২। কারণ জানার পর ব্যথাযুক্ত স্থানে কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে।

৩। ব্যথাযুক্ত স্থানে কিছুক্ষন হাত দিয়ে হালকা করে ঘসে দিতে হবে।

৪। উপস্থিত কোন ব্যথানাশক মলম থাকলে পায়ে মলম দিয়ে দিতে হবে।

৫। সম্ভব হলে ছাগলকে শোয়ার ব্যাবস্থা করে দিতে হবে।

৬। তারপরও ব্যথা না কমলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াতে হবে।

৭। ব্যথা দীর্ঘ দিন থাকলে ছাগলকে ভিটামিন ও ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি খাওয়াতে হবে।

ফার্মসএন্ডফার্মার/৯ফেব্রু২০২০