রোগ হওয়ার আগেই সুস্থ ছাগলকে প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেবল মাত্র পিপিআর রোগের টিকা প্রদানই পিপিআর রোগ থেকে রক্ষার অধিক উত্তম উপায়।
- একবার টিকা প্রদান করলে সাধারণত তিন বছরের অধিক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তাছাড়া টিকাকৃত ছাগীর বাচ্চা ৪ মাস পর্যন্ত পিপিআর রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে।
- হাট বাজার থেকে ছাগল কিনে সঙ্গে সঙ্গেই পুরাতন পালনকৃত ছাগলের সঙ্গে রাখা যাবে না। অন্তত পনের দিন আলাদা রাখতে হবে।
- পিপিআর হলে সঙ্গে সঙ্গে প্রাণী চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- ছাগলের বাসস্থান পরিস্কার পরিচন্ন রাখতে হবে।
- সুস্থ ও রোগ আক্রান্ত ছাগল এক সঙ্গে রাখা যাবে না।
- অসুস্থ ছাগল জবা ইবা বিক্রি করা যাবে না।
- বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খামারীদের মধ্যে গনসচেতনতা সৃষ্টি করতে হবে।
- ছাগলের বযষ ২ মাস হলে টিকা প্রদান করতে হবে এবং ২ মাস বযষের উপরে সকল ছাগলকে টিকা প্রদান করতে হবে।
- ঈদ উৎসবে পূর্বে টিকা শুরু করা উচিত।
- টিকা গুলানোর ২ ঘন্টার মধ্যেই ছাগলকে টিকা দিতে হবে।
- ছাগল পিপিআর রোগে মারা গেলে দুরে কোথাও গর্ত করে পুতে ফেলতে হবে।