ছাগলের বয়স নির্ণয় করার সহজ উপায়

710

ছাগলের বয়স নির্ণয় করার সহজ উপায় আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনের ক্ষেত্রে ছাগলের বয়স জানা খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাগলের বয়স সম্পর্কে সঠিক ধারণা থাকলে ছাগলের খাদ্য ব্যবস্থাপনা ও বয়স অনুযায়ী বিভিন্ন রোগের চিকিৎসা করা সহজ হয়। চলুন জেনে নেই ছাগলের বয়স নির্ণয় করার সহজ উপায় সম্পর্কে-

ছাগলের বয়স নির্ণয় করার সহজ উপায়ঃ
ছাগলের বয়স নির্ণয় করার ক্ষেত্রে দাঁত দেখে বয়স নির্ণয় করার উপায় নিচে দেওয়া হল-

১। ছাগলের অস্থায়ী দুধের দাঁত সবগুলো থাকলে বয়স হবে ১২ মাসের নিচে।

২। ছাগলের মাঝের এক জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স ১২ থেকে ১৫ মাসের মধ্যে।

৩। ছাগলের ২ জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স হবে ১৬ থেকে ২৪ মাসের মধ্যে।

৪। ছাগলের দাঁত যদি ৩ জোড়া হয় তাহলে বয়স হবে ২৫ থেকে ৩৬ মাসের মধ্যে।

৫। ছাগলের যদি ৪ জোড়া দাঁত হয় তাহলে বয়স হবে ৩৭ মাস থেকে উপরে।

ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০২১