ছাগলের রক্ত আমাশয় হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়ে আমাদের সকলেরই জেনে রাখা দরকার। ছাগল পালনকারীদের সবচেয়ে বিড়ম্বনায় বিষয়টিই হল ছাগলের বিভিন্ন প্রকার রোগ। ছাগলের রোগ নিয়ে খামারিদের বেশি বিপাকে পড়তে হয়। ছাগলের রোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রক্ত আমাশয়। আজ জেনে নিব ছাগলের রক্ত আমাশয় হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেই সম্পর্কে-
ছাগলের রক্ত আমাশয় হলে যেসব লক্ষণ প্রকাশ পায়ঃ
ছাগলের রক্ত আমাশয় হয়েছে কিনা তা কিভাবে বুঝতে হবে তাই নিচে দেওয়া হল –
১। ছাগলের রক্ত আমাশয় হলে ছাগল হঠাৎ করে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করতে থাকে। এই সময় ছাগলকে অনেক রোগা মনে হয়। ছাগল ঠিকমতো চলাচলও করতে পারে না অনেক সময়।
২। ছাগলের রক্ত আমাশয় থাকলে ছাগলের পাতলা পায়খানা সহজেই কমে। ফলে দীর্ঘ সময় ধরে ছাগলকে পাতলা পায়খানা করতে দেখা যায়।
৩। ছাগলের পাতলা পায়খানার কয়েকদিন পরে পায়খানার সাথে রক্তযুক্ত মল লেগে থাকতে দেখা যায়। এমন হলে নিশ্চিত হতে হবে যে ছাগলের রক্ত আমাশয় হয়েছে।
৪। ছাগল বেশি চাপ দিয়ে পায়খানা করলে মলের সাথে প্রচুর রক্ত বেরিয়ে আসতে দেখা যায়।
৫। ছাগল বার বার পাতলা পায়খানা করার ফলে ছাগলের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। অনেক সময় ছাগল বসে পড়লে ওঠার শক্তি পর্যন্ত পায় না।
৬। এই অবস্থায় ছাগল খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করে এবং ছাগলকে অস্থির দেখায়। এমন অবস্থা কিছুদিন চলতে থাকলে ছাগলের শরীর শুকিয়ে যেতে থাকবে।
৭। ছাগলের শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হলে ছাগলের শরীরে খিঁচুনি দেখা দিতে পারে। আর এই সময় ছাগল পা ছড়াছড়ি করতে থাকে।
ফার্মসএন্ডফার্মার/১১মে২০