ছাগলের স্বাস্থ্য ঠিক রাখতে যা করবেন

688

ছাগলের স্বাস্থ্য ঠিক রাখতে খামারিদের করণীয় যেসব কাজ রয়েছে সেগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপকহারে ছাগল পালন করা হয়ে থাকে। ছাগল পালন সহজ হওয়ায় যে কেউ চাইলে বাড়িতেই ছাগল পালন করতে পারেন। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য ছাগলের স্বাস্থ্য ঠিক রাখা জরুরী। আজকের এ লেখায় আমরা জেনে নিব ছাগলের স্বাস্থ্য ঠিক রাখতে খামারিদের করণীয় সম্পর্কে-

ছাগলের স্বাস্থ্য ঠিক রাখতে খামারিদের করণীয়ঃ

১। ছাগলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত পালন করা ছাগলকে সুষম খাদ্য প্রদান করতে হবে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য ছাগলকে সময়মতো খাদ্য প্রদান করা জরুরী।

২। ছাগলের খামারে সব সময় যাতে আলো ও বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। খামারে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে ছাগল সহজেই রোগে আক্রান্ত হবে না।

৩। খামারের ছাগলকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। কোন রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। ছাগলে থাকার স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রয়োজন হলে মাঝে মাঝে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে।

৫। খামারে জন্য নতুন ছাগল সংগ্রহের সময় অবশ্যই রোগমুক্ত ছাগল কিনতে হবে। অন্য ছাগলগুলো যাতে রোগে আক্রান্ত না হয় সেজন্য টিকার ব্যবস্থা করতে হবে।

৬। ছাগলের খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এতে খামারে রোগ-জীবাণুর আক্রমণ কমে যাবে ও ছাগল সুস্থ থাকবে।

ফার্মসএন্ডফার্মার/১১মার্চ২০২১